বিয়ের পরে ঘর সাজানোর প্রয়োজনীয় আসবাবপত্র
ঘর সাজাতে প্রয়োজন খাট, ওয়ারড্রব, আলনা, ড্রেসিং টেবিল, শোকেইস, আলমারি ইত্যাদির কাঠ অনুযায়ী ডাবল খাটের দাম পড়বে ২০ থেকে ৭০ হাজার টাকা। শোবার ঘরের শোফা কাঠ অনুযায়ী কিনতে খরচ হবে ১২ থেকে ৩০ হাজার টাকা। বেড সাইড টেবিলের দাম পড়বে ৭ থেকে ১৯ হাজার টাকা। ড্রেসিং টেবিল কিনতে গুনতে হবে ১১ থেকে ৪৫ হাজার টাকা। আর ড্রেসিং টেবিল টুলের দাম ২ থেকে ৬ হাজার টাকা।