শীতের প্রস্তুতি নিয়েছেন তো ? না নিয়ে থাকলে প্রস্তুতি গুলি জেনে নিন ?

শীতের ফাটা ত্বকের সমস্যা সাধারন সময়ের চেয়ে শীতের সময় কিছুটা নিয়ম পবির্তন করা জরুরী। ত্বকের যত্নে ভেনিশিং ক্রিমের জায়গায় ময়েশ্চারাইজিং, বডি লোশন , অলিভ ওয়েল ইত্যাদি ব্যবহার । শীতের সময় অতিরিক্ত এক্সফলিয়েশন একদমই উপযোগী নয়। এতে ত্বক স্বাভাবিক উজ্জ্বলতা হারাবে। ত্বক ভালো রাখার জন্য এই ঋতু পরিবর্তনের সঙ্গে ত্বকের যত্নের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা জরুরি যাতে ত্বক সুস্থ থাকে । শীতের মৌসুমে ঠান্ডা বাতাস ত্বক অনেকটাই শুষ্ক করে ফেলে। তাই ত্বকের ..