শীতের প্রস্তুতি নিয়েছেন তো ? না নিয়ে থাকলে প্রস্তুতি গুলি জেনে নিন ?
![]() |
শীতের ফাটা ত্বকের সমস্যা |
শীতের সময় অতিরিক্ত এক্সফলিয়েশন একদমই উপযোগী নয়। এতে ত্বক স্বাভাবিক উজ্জ্বলতা হারাবে। ত্বক ভালো রাখার জন্য এই ঋতু পরিবর্তনের সঙ্গে ত্বকের যত্নের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা জরুরি যাতে ত্বক সুস্থ থাকে ।
শীতের মৌসুমে ঠান্ডা বাতাস ত্বক অনেকটাই শুষ্ক করে ফেলে। তাই ত্বকের ..
স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে । যাদের ত্বক অতি শুষ্ক তারা প্রয়োজনে দিনে বেশ কয়েকবার ত্বকে ময়েশ্চারাইজার ক্রিম , ওয়েল, বডিলোশন ব্যবহার করতে পারে । স্বাভাবিক ত্বক ঠিক রাথতে কখনও অতিরিক্ত ভারী ময়েশ্চারাইজার বেছে নেওয়া উচিত হবে না। কারণ এতে ত্বক তেল তেলে ও চিটচিটে হয়ে যাবে এবং কালচেভাব দেখা দেবে। তাই ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার ক্রিম বেছে নিতে হবে।

এই শীতে গরম পানি ব্যবহারের মাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায়। তবে গরম পানি ত্বকের আর্দ্রতা শুষে নেয় এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতার মাত্রাও কমিয়ে আনে। তাই এই মৌসুমে গরম পানি নয় বরং কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন ।

খাবার যুক্ত করতে হবে। বাদাম এবং মৌসুমি শাকসবজি ত্বকের জন্য দারুণ উপকারী। এই আবহাওয়ায় তাই প্রচুর পানি পান করতে এবং শাকসবজি খেতে হবে । যাদের ঠান্ডা পানি পানে অসুবিধা তারা হালকা কুসুম কুসম পানি পান করে পারে।
এই সময় ত্বক শুষ্ক হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ত্বকে চামড়া ওঠার সমস্যাও দেখা দেয়। তাই অতিরিক্ত স্ক্রাবংয়ের সময় ত্বকের জন্য ক্ষতিকর। স্ক্রাবিং করতে হলে ওটমিল এবং কফি পাউডারের সঙ্গে খানিকটা দুধের ক্রিম মিশিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন এই মৌসুমের উপযোগী স্ক্রাবার।
======================== ==================