উদ্যোগী হয়ে ধার দিলেন আমির খান সানি লিওনকে ..... ???

Aamir Khan, Sunny Leone
আমির নিজেই উদ্যোগী হয়ে সানিকে এক বিশেষ ব্যক্তিকে ধার দিয়েছেন। সানির কাছে কি কমতি আছে যে  ধার নিতে  হবে? 

পরে সেই ধারটি সানির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ । আমির খান এক ব্যক্তিকে ধার দিয়েছেন
তিনি কে বলুন তো?
... তিনি প্রকাশ ভরদ্বাজ। সানির নতুন অ্যাক্টিং কোচ। আমির মনে করেন,......
সানির অভিনয়ের ট্রেনিং দরকার। পাশাপাশি উচ্চারণের সমস্যাও রয়েছে নায়িকার। তাই তার সমাধানেই এ বার প্রকাশকে নাকি ধার দিয়েছেন আমির!

২০০৬-এ ‘রঙ দে বাসন্তী’ থেকে আমিরের সঙ্গে কাজ করছেন প্রকাশ। এমনকী ‘দঙ্গল’এ আমিরের হরিনাভি উচ্চারণের নেপথ্য নায়ক প্রকাশই। তাঁর কথায়,
‘‘আমি থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। ক্যাটরিনা কইফ, প্রীতি জিন্টার মতো নায়িকাকেও ট্রেনিং দিয়েছি। ফলে স্টুডেন্ট কোথা থেকে আসছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কোনও নির্দিষ্ট ফর্মুলাও নেই। প্রত্যেকের ট্যালেন্ট অনুযায়ী, আলাদা প্রোজেক্ট অনুযায়ী আমি কাজ করি। সানির সঙ্গে গত জুলাই থেকে কাজ করছি। ইমোশনাল সিনের ক্ষেত্রে ওকে আরও খাটতে হবে।’’

নতুন কোচ পেয়ে কী বলছেন সানি? নায়িকা বললেন,
‘‘প্রতি দিন সকালটা আমার কোচের কাছে কেটে যায়। তার পর নাচের রিহার্সাল চলে। সেটা একেবারই মিস করতে চাই না।’’

তবে বলি মহলের প্রশ্ন একটাই, সানিকে হঠাত্ আমির গাইড করছেন কেন? সত্যিই কি একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা। বলিউড পাড়ায় এ নিয়ে আলোচান চলছে।
=====================

Popular posts from this blog

বিয়ের পরে ঘর সাজানোর প্রয়োজনীয় আসবাবপত্র

দ্রুত কথা বলে জড়তা কাটুন জড়িয়ে যাওয়া বাক্য গুলো দিয়ে