‘ধূমকেতু’ ছবি আসছে হ্যাপির সেই আলোচিত পারর্ফমেন্স


মিডিয়া ছেড়ে অঙ্গন ছেড়ে ধর্মকর্মে আত্মনিয়োগ করেছেন তাই বেশ দীর্ঘদিন ধরেই মিডিয়ায় নেই রুবেলর সেই আলোচিতি  হ্যাপি।

তবে মিডিয়া ছাড়ার কিছুদিন আগেই তিনি শাকিব খানের বিপরীতে একটি ছবিতে আইটেম গানে অংশ নিয়েছিলেন তিনি। তাই চলচ্চিত্র থেকে হারিয়ে গেলেও হ্যাপির সেই আইটেম গান
এবার দেখতে পারবেন দর্শক।

গত ১৪ই নভেম্বর আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে শফিক হাসান পরিচালিত ছবি ‘ধূমকেতু’। আর এই ছবিতেই দেখা যাবে হ্যাপির আলোচিত সেই আইটেম গান।

ছবিটির নির্মাতা জানান, আগামী ৯ই ডিসেম্বরে ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে সেদিন বিপিএলের ফাইনাল খেলা থাকায় দিন পাল্টে ১৬ই ডিসেম্বর মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের কাহিনীনির্ভর সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরীমণি। এছাড়া এতে অভিনয় করেছেন তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ অনেকে।
 ধর্মকর্মে আত্মনিয়োগ কারি হ্যাপির এবার কিভাবে বিষয়টি দেখবেন সেটা এবার দেখার পালা।

===============

Popular posts from this blog

বিয়ের পরে ঘর সাজানোর প্রয়োজনীয় আসবাবপত্র

দ্রুত কথা বলে জড়তা কাটুন জড়িয়ে যাওয়া বাক্য গুলো দিয়ে