নিজেকে সামলাবেন কী ভাবে স্তন নিয়ে কু-রুচিকর প্রশ্নতে ?

এধরণের ঘটনা ঘটেছে তেলুগু অভিনেত্রী শ্রভ্যা রেড্ডি তখন ফেসবুক লাইভে ছিলেন তিনি। হঠাত্ই এক ইউজার তাঁর স্তনের সাইজ জানতে চান। প্রশ্ন শুনে ভয়ানক রেগে যান তেলুগু অভিনেত্রী শ্রভ্যা রেড্ডি। 
Shravya Reddy
ওই অসভ্য অনুরাগীকে বলেন, "এই প্রশ্নটা আগে তোমার মাকে কর।" সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সম্প্রতি ওই অস্বস্তিকর পরিস্থিতিতে ফেসবুকের লাইভ চ্যাটে শ্রভ্যা বলেন, ‘কাম অন, আমি যখন একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি, তখন এ সব প্রশ্নের মানে কী? এই ধরনের লোকের জন্য ভারত কোথায় যাচ্ছে…! আমি তো এখানে শরীর......
দেখাচ্ছি না। হ্যাঁ আমার সুন্দর স্তন রয়েছে। তাতে তোমার কী সমস্যা? তোমার মায়ের কি নেই? প্রত্যেক মেয়ের এটা সৌন্দর্য।’

মেয়েরা প্রায়শই এই ধরনের সমস্যার সম্মুখীন হন। দিন কয়েক আগে রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে সোশ্যাল সাইটে অস্বস্তিকর প্রশ্ন করা হয়। সেই ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করেছিলেন শর্মিষ্ঠা। সম্প্রতি ওয়েব দুনিয়ায় আপত্তিকর পরিস্থিতিতে সামলাতে হয়েছে অভিনেত্রী পার্নো মিত্রকেও। সব মিলিয়ে এই ঘটনায় শ্রভ্যাকে সমর্থনই করেছে গোটা ইন্ডাস্ট্রি।
============

Popular posts from this blog

বিয়ের পরে ঘর সাজানোর প্রয়োজনীয় আসবাবপত্র

দ্রুত কথা বলে জড়তা কাটুন জড়িয়ে যাওয়া বাক্য গুলো দিয়ে