সবচেয়ে সহজ উপায়ে হাত ও পা ফর্সা


যাদের শারীরের ত্বক শ্যামলা বা কালো , তাদের উজ্জ্বলতা বাড়াতে অনেকেরই ভাবনার শেষ নেই। সেজন্য কয়েকটি ঘরোয়া টিপস নিয়ে কথা আলোচনা করা হল, যা ব্যবহার করে অতি দ্রুত হাত ও পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। ত্বক আগের চেয়ে অনেকটা ফর্সা হয়ে ওঠবে।

সুন্দর ও উজ্বল ত্বক মানুষের আত্মবিশ্বাসও অনেকটা বাড়িয়ে দেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই জেনে নিন, সহজ উপায়ে হাত ও পায়ের উজ্জ্বলতা বাড়াতে
ঘরোয়া ঘরোয়া টিপস & কিছু উপকরণের ব্যবহার। তবে যাদের সংবেদনশীল এসব উপাদানগুলো ব্যবহার করার আগে ত্বকের একটা ছোট্ট প্যাচ টেস্ট করে নেবেন

চন্দন: মুলতানি মাটির সঙ্গে চন্দন মিশিয়ে মসৃণ পেস্ট বানান এবং ত্বকে লাগান।

জিরা: গোটা জিরা পানিতে ফুটান। পানি ছেকে ঠাণ্ডা করে নিন। এই পানি দিয়ে হাত ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে দ্রুত ত্বক ফর্সা হবে।

মসুর ডাল: দুধ বা দইয়ের সঙ্গে মসুর ডাল মেশান। হাত পায়ে লাগান। ১৫মিনিট রেখে দিন। এটা ত্বক উজ্জ্বল করে তুলবে।

আলুর রস: আলুর রস হাতে ও পায়ে ব্যবহার করতে পারেন। এই রস আপনার চামড়া ব্লিচ করবে এবং স্বাভাবিকভাবে ফর্সা করবে।

দারুচিনি ও মধু: হাফ চামচ করে মধু ও দারুচিনি গুঁড়া মেশান। তারপর সেটা আপনার হাত ও মুখে ভালো করে লাগান ফর্সা হওয়ার জন্য।
মধু ও শশা: মধুর সঙ্গে শশার রস মিশিয়ে একটা মিশ্রণ বানান। পায়ে ও হাতে লাগান, ত্বকের উন্নতি হবে।

ওলিভ ওয়েল ম্যাসাজ: ওলিভ ওয়েল ম্যাসাজ করলে হাত ফর্সা হয় আর নরমও থাকে। আরো ভালো ফল পেতে এর সঙ্গে একটু কেশর মিশিয়ে নিন।

নারকেলের পানি: নারকেলের পানি হাত ও পা ফর্সা করার জন্য খুব ভালো। কোনো কালো দাগ কমাতে হাতে নারকেল পানি সপ্তাহে দুবার লাগান।

দই: দই লাগালে হাত ফর্সা ও নরম হয়। এটা জিংক ও ল্যাকটিক অ্যাসিডের উৎস যেগুলো ত্বককে ফর্সা করে।

টমেটো: একটা টমেটো ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানান। হাতে ও পায়ে এই পেস্ট লাগান। এটা আপনার ত্বকের বর্ণ ঠিক রাখবে ও উজ্জ্বলতা আনবে।

ডিম: আপনার ত্বক যদি তেলতেলে হয়, ফর্সা হাত পা পাওয়ার দারুন উপায় ডিম। ডিমের সাদা অংশ সপ্তাহে দুবার লাগান।

ওটমিল: টমেটোর সঙ্গে ওটমিল ও দইয়ের মিশ্রণ বানান। এটা শরীরে লাগালে স্বাভাবিকভাবে ফর্সা হওয়া যায়। হাত ও পায়ের জন্য ভালো। মৃত কোষ দূর করতেও সাহায্য করে।

দুধ ও পেঁপে: ফর্সা হাত, পা পাওয়ার জন্য বাড়িতে যা সব করা হয় তার মধ্যে এটা সবচেয়ে ভালো। মধু, গুঁড়া দুধ ও পেঁপের মিশ্রণ বানান। খুব তাড়াতাড়ি দেখবেন ত্বকের রঙ বদলাচ্ছে।

দুধ: কাঁচা দুধ চামড়ার রঙ হালকা করে হাত পা ফর্সা করতে খুব কার্যকরী।

কাজু বাদাম: রাতভর কিছু কাজু বাদাম ভিজিয়ে রাখুন, তারপর ভালো করে বেটে নিন। পায়ে ও হাতে এটা লাগান। এটা অন্যতম সেরা ঘরোয়া পদ্ধতি।
=================

Popular posts from this blog

বিয়ের পরে ঘর সাজানোর প্রয়োজনীয় আসবাবপত্র

দ্রুত কথা বলে জড়তা কাটুন জড়িয়ে যাওয়া বাক্য গুলো দিয়ে